এক গরিবের ছেলে পুরো ইসলামী সাম্রাজ্যের প্রধান বিচারপতি
ইমাম আবু হানীফার অবদান
ইমাম আউসূফ রহ. বলেন, আমি ছিলাম দরিদ্র। (একদিন) আবু হানীফা রহ. এর কাছে থাকা অবস্থায় আমার পিতা এলেন। আমি পিতার সাথে চলে এলাম। তিনি বললেন, হে ছেলে, তুমি আবু হানীফার সাথে চলো না। তার রুটি তো (প্রস্তুত) ভাজা। তোমার জীবিকার প্রয়োজন রয়েছে। তাই আমি ইলম চর্চা কমিয়ে দিলাম। পিতার আনুগত্যকে প্রাধান্য দিলাম।
আবু হানীফা আমার খোঁজ নিলেন এবং আমার সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তার মজলিশে যাতায়াত শুরু করলাম। প্রথম দিন তিনি বললেন, কী তোমাকে আমাদের থেকে ব্যস্ত করে রেখেছে।
আমি বললাম, জীবিকার তাগিদ এবং পিতার আনুগত্য।
মজলিশ শেষে মানুষ চলে গেলে তিনি আমাকে একটি থলে দিয়ে বললেন, এটি দিয়ে চলো। আমি তাকিয়ে দেখি, একশো দিরহাম। তিনি আরো বললেন, মজলিশে নিয়মিত উপস্থিত হও। আর এটি শেষ হলে আমাকে জানিও।
আমি তার মজলিশে নিয়মিত যাতায়াত করলাম। অল্প কয়েকদিন পর তিনি আমাকে আবার একশো দিরহাম দিলেন। তিনি আমার খোঁজখবর নিতেন। আমি কখনো তাকে দিরহাম শেষ হওয়ার কথা জানাইনি। কেমন যেন তিনি শেষ হয়ে যাওয়ার খবর পেয়ে যেতেন। এভাবে আমি সম্পদশালী হয়ে গেছি।
-দেখুন;
[হুসনুত তাকাযী, কাওসারী, মানাকিবুল ইমাম আবী হানীফা ওয়া সাহিবাইহি আবী ইউসূফ ওয়া মুহাম্মদ ইবনিল হাসান, যাহাবী, আল ফাওয়ায়িদুল বাহিয়্যাহ, লাখনভী, পৃষ্ঠা: ৩৭২]
0 মন্তব্যসমূহ