যে সকল কারণে ঈমান থাকে না || pushpkoli.com

 যে সকল কারণে ঈমান থাকে না


ঈমান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান থাকলে একদিন না একদিন বান্দা জান্নাতে প্রবেশ করবে। তাই ঈমানের প্রতি খেয়াল রাখা উচিত। কিছু বিষয় রয়েছে যা করলে ঈমান থাকে না। তাই সে বিষয়গুলো জেনে রাখা উচিত, যাতে সতর্ক থাকা যায়। ঈমান ভঙ্গকারী সেই বিষয়গুলো নিচে উল্লেখ করা হল। আল্লাহ তাআলা এসকল বিষয় থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন।

(১) ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, মৃতদের কাছে দুআ করা, তাদের কাছে সাহায্য চাওয়া, তাদের জন্য মান্নত করা এবং তাদের উদ্দেশ্যে জবাই করা ইত্যাদি।
(২) আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম গ্রহণ করা। তাদেরকে ডাকা, তাদের সুপারিশ কামনা করা এবং তাদের উপর ভরসা করা ইত্যাদি।
(৩) মুশরিকদেরকে কাফের না বলা বা তাদের কুফুরিতে সন্দেহ পোষণ করা বা তাদের ধর্মকে সঠিক বলা।
(৪) একথা বিশ্বাস করা যে, রাসূলের আদর্শের চেয়েও উত্তম আদর্শ রয়েছে বা ইসলামের বিধিবিধানের চেয়েও উত্তম বিধান রয়েছে।
(৫) ইসলামের কোন কিছুকে ঘৃণা করা।
(৬) ইসলামের কোন কিছুকে তিরস্কার ও তুচ্ছ-তাচ্ছিল্য করা।
(৭) জাদু করা বা জাদুতে সম্মতি প্রকাশ করা।
(৮) মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য-সহযোগিতা করা।
(৯) কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা।
(১০) ইসলাম থেকে বিমুখ থাকা ও এড়িয়ে চলা। ইসলামী শিক্ষা গ্রহণ না করা এবং আমলও না করা। যদি এসব কিছু করে এ বিশ্বাস রেখে যে, ইসলাম মানা আবশ্যক নয় তাহলে তা কুফরী। আর যদি ইসলামকে নিজের উপর আবশ্যক মনে করে কিন্তু উদাসীনতা বা অলসতার কারণে আমল করতে না পারে তাহলে কুফরী হবে না। বাকি কবীরা গোনাহ হবে। 

-দেখুন; নাওয়াকিদুল ইসলাম, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব রহ.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ