আসুন নিজের ও অন্যের দোষত্রুটি গোপন রাখি || pushpkoli.com

আসুন নিজের ও অন্যের দোষত্রুটি গোপন রাখি



আল্লাহর একটি নাম হচ্ছে ছিত্তীর (দোষত্রুটি গোপনকারী) 


রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 


إِنَّ اللّهَ عَزَّ وَجَلَّ حَيِىٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ


আল্লাহ তাআলা লজ্জাবোধকারী এবং দোষ গোপনকারী। তিনি লজ্জা ও গোপনীয়তা অবলম্বন পসন্দ করেন। তোমদের কেউ যখন গোসল করে সে যেন নির্জনতা অবলম্বন করে। -সুনানে আবু দাউদ, হাদীস: ৪০১৪, সুনানে নাসায়ী, হাদীস: ৪০৬ আল আসমা ওয়াস সিফাত, বাইহাকী 1/168 (সহীহ)


আল্লাহ তাআলা বলেন,


لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ


আল্লাহ তাআলা খারাপ কথা প্রকাশ করা পসন্দ করেন না।তবে কেউ জুলুমের শিকার হলে ভিন্ন কথা।–সূরা নিসা, আয়াতঃ ১৪৮  


আল্লাহ তাআলা যেহেতু দোষত্রুটি গোপন করেন তাই বান্দারও দায়িত্ব হচ্ছে এই গুণে গুণান্বিত হওয়া।বান্দা নিজের ইজ্জত-আবরু হেফাজত করবে। অন্যের সামনে নিজের দোষত্রুটি বিনা প্রয়োজনে প্রকাশ করবে না।অন্যেরও দোষত্রুটি গোপন রাখবে। 


নিজের দোষত্রুটি গোপন রাখা


রাসূলো কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 


كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنْ الْمُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فَيَقُولَ يَا فُلَانُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ


আমার প্রতিটি উম্মত নিরাপদ থাকে। তবে যারা নিজেদের দোষত্রুটি প্রকাশ করে দেয়।

দোষত্রুটি প্রকাশ করার একটি তরিকা হচ্ছে, বান্দা রাতে কোন খারাপ কাজ করে। অতঃপর সকাল হয় আল্লাহ তাআলা তখনো তার দোষত্রুটি গোপন রাখেন। কিন্তু সে বলে বেড়ায়, হে অমুক, (হে অমুক,) আমি আজ রাতে এই এই খারাপ কাজ করেছি। 

রাতে আল্লাহ তাআলা তার দোষত্রুটি গোপন রেখেছেন। কিন্তু সে নিজেই সকালে আল্লাহর গোপনীয়তার আবরণ ছিদ্র করে দিয়েছে। 

-(সহীহ বুখারী, হাদীস: ৬০৬৯, সহীহ মুসলিম, হাদীস: ৭৬৭৬) 

অন্যের দোষত্রুটি গোপন রাখা

রাসূলো কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 

من ستر مسلما ستره الله يوم القيامة

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)