যাকাতের ফযীলত ও তা না দেয়ার ক্ষতি
যাকাতের ফযীলত
আল্লাহ তা‘আলা বলেন:
وَ مَاۤ اٰتَیْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ۳۹
তোমাদের (মধ্য থেকে যারা) আল্লাহ তা’আলার সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দিয়ে থাকে তারাই (নিজের সম্পদ) কয়েক গুণ বৃদ্ধি করে নেয়।
(সূরা রূম, আয়াত: ৩৯)
যাকাত না দেওয়ার ক্ষতি
আল্লাহ তা‘আলা বলেন:
وَ الَّذِیْنَ یَكْنِزُوْنَ الذَّهَبَ وَ الْفِضَّةَ وَ لَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍۙ۳۴ یَّوْمَ یُحْمٰی عَلَیْهَا فِیْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰی بِهَا جِبَاهُهُمْ وَ جُنُوْبُهُمْ وَ ظُهُوْرُهُمْ ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ۳۵
(তরজমা) যারা স্বর্ণ ও রূপা জমা রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যেদিন জাহান্নামের আগুনে সেগুলো উত্তপ্ত করে তা দ্বারা তাদের মুখমণ্ডল, পার্শ্ব ও পিঠে দাগ দেওয়া হবে। (এবং বলা হবে) এগুলো তোমাদের সেই সম্পদ, যা তোমরা নিজেদের জন্য কুক্ষিগত করে রেখেছিলে। এখন তোমরা নিজেদের অর্জিত সম্পদের স্বাদ আস্বাদন কর।
(সূরা তাওবা, আয়াত: ৩৪-৩৫)
1 মন্তব্যসমূহ
Borgata Hotel Casino & Spa announces opening of
উত্তরমুছুনBorgata 대구광역 출장마사지 Hotel 춘천 출장샵 Casino 밀양 출장샵 & Spa is hosting a global 공주 출장샵 celebration of the 25th anniversary of its iconic hotel. The Borgata Hotel Casino & 광명 출장마사지 Spa is a 4